ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের উখিয়া ও হোয়াইক্যং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের মোট ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল উলুবনিয়া এলাকায় অবস্থান নেয়। সকাল আনুমানিক ৬টার দিকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহজনক এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচটি খাকি রঙের কাগজে মোড়ানো বায়ুরোধী পলিজিপার থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন হ্নীলা ইউনিয়নের বালুখালী উত্তর হ্নীলা গ্রামের আবুল হাসেমের ছেলে রমজান আলী (৩৭)।
এদিকে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালায় বিজিবি। ডগ স্কোয়াড (নারকোটিক্স)-এর সহায়তায় বাসটির পেছনের অংশে কালো স্কচটেপে মোড়ানো বায়ুরোধী প্যাকেট থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের সুপারভাইজার মো. আরমান ফয়সাল (১৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার রংগীখালী গাজীপাড়া গ্রামের বাসিন্দা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে, যা স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি করছ