রিয়াদুল মামুন সোহাগ,চট্টগ্রামঃ
আশা-চট্টগ্রাম বিভাগ বর্তমানে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে চলতি অর্থবছরে ৩ লাখ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে।এ খাতে মোট ঋণ স্থিতি রয়েছে ১ হাজার ৫৪৭ কোটি টাকা।২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার(২৪ নভেম্বর)নগরের একটি হোটেলে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান আশা চট্টগ্রাম বিভাগের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরী।
আশা’র চলমান কার্যক্রম নিয়ে সাইদুল ইসলাম চৌধুরী বলেন,সদস্যদের বীমা দাবির বিপরীতে ৬৭০ জনকে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া মৃত্যুবরণকারী সদস্যদের দাফন-কাফনে ৫ হাজার টাকা করে ৬৭০ জনকে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।চিকিৎসা সহায়তা হিসেবে ১৭৬ জন সদস্যকে ৭ লাখ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়।পাশাপাশি ৬৫ জনকে ৯ লাখ ৭৫ হাজার টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে।
এসময় তিনি আরও বলেন,শীত মৌসুমে জেলা প্রশাসকের মাধ্যমে ২ হাজার ৪০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এছাড়া প্রতি মাসে ৭ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট ২ লাখ ৫২ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।সরকার ঘোষিত বিভিন্ন দিবসে আশা’র প্রতিনিধিদের নিয়মিত অংশগ্রহণ এবং দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে আশা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও সভায় জানানো হয়।
শিক্ষা কার্যক্রমের চিত্র তুলে ধরে আশা'র চট্টগ্রাম জেলার শিক্ষা অফিসার আরিফুল ইসলাম বলেন, আশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করার জন্য কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে শিক্ষা খাতে ৮৮০টি কেন্দ্রে ২৪ হাজার ১০৮ জন শিক্ষার্থী নিয়ে ‘আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম’ পরিচালিত হচ্ছে।
আশা'র স্বাস্থ্য কার্যক্রম নিয়ে আশা চট্টগ্রাম ফিজিওথেরাপি সেন্টারের ফিজিওথেরাপিস্ট ইশরাত জাহান ইভা বলেন,স্বাস্থ্যসেবার আওতায় ৫টি স্বাস্থ্যকেন্দ্রে ৪৭ হাজার ৬৩৬ জন রোগী সেবা গ্রহণ করেছেন।এছাড়া ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ৭ হাজার ২৩৬ জন রোগী অপারেশন ছাড়াই হাঁটু,কোমর,ঘাড় ও হাতের ব্যথা,প্যারালাইসিস, আর্থ্রাইটিস,ডিস্ক প্রলেপসহ বিভিন্ন জয়েন্ট সমস্যার চিকিৎসা গ্রহণ করেছেন।
আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এম এম নাফিজ মাহমুদের সভাপতিত্বে আশা-চট্টগ্রাম বিভাগের অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান,সহকারী পরিচালক আবুল কাশেম ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি।