
গত ১৯/০৬/২৫ ইং রোজ বৃহস্পতিবার জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় অফিস হতে অফিস পিয়ন মোঃ শাহীদুল ইসলাম(বাবু)। অফিসের গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেমন নিউজ এর কাজে ব্যবহৃত দুটি ক্যামেরা, স্পিকার, মোবাইল স্ট্যান্ড সহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে উধাও হয়ে যায়।
এ ঘটনার পর থেকে প্রতারক মোঃ শাহীদুল ইসলাম বাবুর মুঠো ফোনে ফোন দিলে তাহা বন্ধ পাওয়া যায়। তার বাসায় খবর নিলে জানা যায় তার বাসা থেকে বউ বাচ্চা সহ। আসবাবপত্র নিয়ে খুব ভোর বেলায় বাসা থেকে বের হয়ে যায়। পরে ভোরের আলো ফুটতে একে একে খবর পেয়ে বিভিন্ন ধরনের পাওনাদার তার বাসায় আসতে শুরু করে। খবর নিয়ে জানা যায় অনেক গুলো লোকের কাছ থেকে সে বিভিন্ন অংকের টাকা হাওলাদ নিয়েছিলেন।বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে।বিভিন্ন লোক থেকে হাতিয়ে নিয়েছে প্রায় চার লক্ষাধিক টাকা। তাই সকলের কাছে বিনীত আবেদন এই প্রতারককে যেখানে পাবেন ধরে প্রশাসনে কাছে হস্তান্তর করে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকাকে অবহিত করার আহ্বান রইল।