
ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১১ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একদন্ত ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কোরবান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান খান, ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, বিদ্যালয়ের পৃষ্ঠপোষক আজাদ হোসেন, শুভাকাঙ্ক্ষী ইমরান নাজির, মাশিদুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থী আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক রিয়া খাতুন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফরহাদ হোসেন। পবিত্র কোরআনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সারা খাতুন, জান্নাতুল খাতুন, হাফসা খাতুন, সুমাইয়া খাতুন, সায়মা আক্তার, আরিশা খাতুন, আনিলা খাতুন, আরিফা খাতুন, আফরিন খাতুন, আয়েশা খাতুন ও ফাতেমা খাতুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় জ্ঞান বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে একটি সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।