
মোঃ জাহাঙ্গীর আলম | স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন,
“এক লুকমা হারাম খাবো না, কাউকে খেতেও দেব না। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, পৌর ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি আনাস উদ্দিন, পৌর জামায়াতের দায়িত্বশীল বাবুল হোসেন, শাহাবুদ্দিন শাবু, মাহফুজুল হক মিন্টু, মাজেদুল ইসলাম মিন্টু ঢালী, আহসান হাবিব শামীমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে আগত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের সঙ্গে গণসংযোগ বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।