
মোঃ আলতাফ হোসেন বাবু স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক বিপাকে। যার কারন একদিকে বিদ্যুৎ এর লোডশেডিং ও অন্যদিকে ইউরিয়া সার সহ অন্যান্য সারের দাম বৃদ্ধি পাওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ ও কৃষকেরা দুর্বিষহ জীবন যাপন করছে।
এলাকার জনগণ লোডশেডিং এর কারণে গরমে অতিষ্ঠ হয়ে গেছে এবং বিদ্যুৎ এর ঘাটতি থাকায় কৃষক তাদের কৃষি জমিতে অনা বৃষ্টির কারণে তাঁরা গভীর নলকূপের প্রয়োজনীয় পানি সরবরাহ করে চাষা বাদে হিমসিম খাচ্ছে।
এই সমস্যা কেটে না উঠতেই ইতিমধ্যেই আবার সারের দাম বৃদ্ধি পাওয়ায় এলাকার সর্বস্তরের কৃষক বিপাকে।
গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দেওপাড়া নিবাসী মোঃ আমজাদ আলী, কদম শহর এলাকার কৃষক, মো.আমিরুল ইসলাম, কৃষক শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সুজন আহমেদ খোকন, শাজাহান আলী, মন্টু ড্রাইভার সহ অন্যান্য কৃষক ও জনসাধারণ উপরে উল্লেখ্য তথ্য নিশ্চিত করেছে।
কৃষক আমজাদ আলী তার ভিডিও সাক্ষাৎকারে তিনি দুঃখ প্রকাশ করে এবং বলে, লোডসেডিং এদিকে প্রচুর পরিমাণ বৃদ্ধিৃ পাওয়ার কারণে আমরা বিপাকে আছি আবার সার ডিলাররা সারের সংকটের কথা বলে সারের দাম বেশি নিচ্ছে আমরা কিভাবে জমি চাষাবাদ করবো। ইহা ছাড়াও উপস্থিত জনসাধারণ ও কৃষকগন একই সমস্যার কথা তুলে ধরে।
এলাকার সর্বস্তরের জনগণ ও কৃষকেরা এই সমস্যা সমাধান চেয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি মন্ত্রী,বিদ্যুৎ মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল উর্ধতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করে বলে আমরা বিদ্যুৎ এর লোডশেডিং বন্ধ ও সার,কীটনাশক সহ সকল দ্রব্য নায্য মূল্যে চাই “।
এ বিষয়ে খুচরা ব্যবসায়ী বাবু এন্টারপ্রাইজ এর মালিক মো.আখলাকুর রহমান বাবু জানান বি,এডিসি ও বিসিআইসি ডিলারদের কাছে সব সার বেশি দামে নিতে হচ্ছে।
তবে তথ্যসংগ্রহ করা কালীন ও সংবাদ লিখা পর্যন্ত সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়নি তবে যে কোন সময় তাদের সাথে মোবাইলে অথবা সরাসরি যোগাযোগ করে তথ্য নিশ্চিত করা হবে।