মোঃআশরাফুল ইসলাম রাজু স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় কিশোরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এবারের নির্বাচন জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার একটি বড় সুযোগ। আমরা কারচুপির রাজনীতি চাই না, চাই শান্তিপূর্ণ, উৎসবমুখর ভোটের পরিবেশ। এ নির্বাচনে জনগণ উৎসবমুখর অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রকৃত মত প্রকাশ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন একটি জাতির অগ্রগতির পূর্বশর্ত। আমরা জনগণের আস্থা নিয়ে মাঠে আছি, ইনশাআল্লাহ ন্যায় ও উন্নয়নভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।”
সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জনাব আব্দুর রশিদ শাহ্।
তিনি বলেন, “দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সততা, সাহস ও শৃঙ্খলার প্রতি অটল থেকে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা করাই আমাদের প্রথম দায়িত্ব।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার দায়িত্বশীল কর্মী সমর্থক সহ উক্ত সমাবেশে কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।