খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মো. মোকলেছুর রহমান গত ১৭ অক্টোবর দুপুরের দিকে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার আকস্মিক মৃত্যুসংবাদে সহকর্মী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং আইনাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মোকলেছুর রহমানের চলমান মামলাগুলো নিয়ে বিচারপ্রার্থী মানুষের মনে দেখা দেয় অনিশ্চয়তা ও নানা জল্পনা-কল্পনা। তারা ভাবতে শুরু করেন—এতো অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীর মৃত্যুর পর তাদের মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে, ন্যায়বিচার পেতে হয়তো বাধার সম্মুখীন হতে হবে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সে উদ্বেগ দূর করতে এগিয়ে আসেন একই আদালতের আইনজীবী এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম (৫) তিনি মোকলেছুর রহমানের অধীনে থাকা দায়ভার গ্রহণ করে মামলাগুলো পরিচালনার দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পরই বিচারপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা মনে করেন—অভিজ্ঞ ও দায়িত্বশীল একজন আইনজীবীর হাতে তাদের মামলাগুলো নিরাপদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই মনিরুল ইসলাম নিষ্ঠা, পেশাদারিত্ব ও সুনামের সাথে মামলাগুলো পরিচালনা করে যাচ্ছেন। আদালতে তার উপস্থিতি, নিয়মিত অনুস্মারক প্রদান, মামলা তদারকির আন্তরিকতা এবং বিচারপ্রার্থীদের সাথে মানবিক আচরণ তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
মোকলেছুর রহমানের মৃত্যুর পর যে শুন্যতা তৈরি হয়েছিল, মনিরুল ইসলাম তার দায়িত্বশীল আচরণের মাধ্যমে তা অনেকটা পূরণ করতে সক্ষম হয়েছেন। তার এই উদ্যোগ বিচারপ্রার্থী সাধারণ মানুষের মনে নতুন করে ন্যায়বিচারের আশার আলো জ্বালিয়েছে।