 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের আয়োজনে ছয় শতাধিক এইচএসসি/সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন সূত্রে জানা যায়- শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ভালো ফলাফলের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতে তাদের এই আয়োজন। এছাড়াও এই ফাউন্ডেশনটি জনস্বার্থে দুর্যোগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করে আসছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি’র ক্রিড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন-
শিক্ষার্থীরা দেশের সম্পদ। আমরা ভবিষ্যৎ সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার হচ্ছেন আপনারা সবাই যাদের আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ সময় তিনি সংবর্ধনা নেওয়া মেধাবী শিক্ষার্থীদের কাছে নতুন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনটির চেয়ারম্যান আব্দুল খালেক বলেন – আপনারা যারা সংবর্ধনা নিচ্ছেন তারা প্রত্যেকে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আপনাদের কাছে দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আপনারা দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাবেন। আমাদের এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন সব সময় ভালো কাজের সাথে আছে এবং আপনাদের পাশে আছে। আমরা সমাজে ভালো কাজের মাধ্যমে আত্মতৃপ্তি পাই।আমরা প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আপনারা আরো ভালো ফলাফলের মাধ্যমে দেশের জন্য নিজেদের তৈরি করবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোহাম্মদ রবিউল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের শিক্ষক প্রতিনিধি প্রফেসর ড. রহিস উদ্দিন ভূঁইয়া। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজরুল, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল হুদা মিঠু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম,লে:কর্নেল (অব:) মোঃ জাহিদ হোসেন, কে.এম.আসাদুজ্জামান, আলী নূর,মোঃ জিয়াউল হুদা সহ শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।