জাহেদ আলম, কক্সবাজার স্টাফ রিপোর্টার।
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাইমদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজার ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, অদ্য ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে কক্সবাজার সদর মডেল থানার একটি আভিযানিক দল পৌরসভাস্থ তারাবুনিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১০০ লিটার চোলাইমদ ও একটি সিএনজি জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—
বেলাল উদ্দিন (২১), পিতা: দানু মিয়া, মাতা: গোলতাজ বেগম, ঠিকানা: পূর্ব ধেছুয়া পালং, ৪নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন, রামু, কক্সবাজার।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা নং-৬২/৬০৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৫, ধারা ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতঃ
১০০ (একশত) লিটার চোলাইমদ,
০১টি সিএনজি
সূত্র: কক্সবাজার সদর মডেল থানা, জেলা পুলিশ কক্সবাজার।