
মোঃ জাফর আলম উখিয়া উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইসিটি উইংয়ের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার শহর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ হৃদয়। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র গ্রহণ করেন।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় হৃদয় জানান, এ অর্জন তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, “দু’সময়ে দলকে যে নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে সহযোগিতা করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই—সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান তাকে এ দায়িত্ব প্রদান করেন। এজন্য তিনি নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে তার রাজনৈতিক অগ্রযাত্রায় সহযোগিতা করায় জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট কানন বড়ুয়া বিশাল–এর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।
মুহাম্মদ আবু সৈয়দ হৃদয় বর্তমানে কক্সবাজার শহর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং জিয়া স্মৃতি পাঠাগার কক্সবাজার জেলার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।