কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার :
আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি— দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“কন্যা শিশুরা আজ আর পিছিয়ে নেই। তাদের শিক্ষা, নিরাপত্তা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। কন্যা শিশুর স্বপ্নই একদিন দেশের উন্নয়নের চালিকা শক্তি হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. শাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. মনিরুজ্জামান।
আলোচনা সভায় শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল কন্যা শিশুদের অধিকার, শিক্ষা ও আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরার প্রাণবন্ত বার্তা।