রিপন শান
সাহিত্যের অনন্য সাধনা ও কবিতায় নিরন্তর অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মাগুরা জেলার তরুণ কবি ও প্রেসক্লাব শালিখার সাহিত্য সম্পাদক বৃষ্টি মিনা অর্জন করেছেন কবিসংসদ বাংলাদেশ সেরা কবি সম্মাননা ২০২৫। রাজধানীতে কবি সংসদ বাংলাদেশ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনটির ২৭ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও সাংবাদিক আখতার হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম তামিজী, কবি ও সাংবাদিক রাজু আলীম, এবং কবি ও সংগঠক তৌহিদুল ইসলাম কনক। তাঁদের উপস্থিতিতেই সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয় কবি বৃষ্টি মিনার হাতে। সমসাময়িক তারুণ্যের কবি হিসেবে বৃষ্টি মিনা ইতোমধ্যেই পাঠক-সমালোচক মহলে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও গভীর আবেগপূর্ণ কবিতার জন্য সমাদৃত হয়েছেন। ভালোবাসা, প্রকৃতি ও মানবিকতার মেলবন্ধনে তাঁর কবিতায় উঠে আসে জীবনের নিভৃত বেদনা ও সৌন্দর্যের অনুপম ব্যঞ্জনা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কবি বৃষ্টি মিনার কবিতার মাধুর্য, তার সাহিত্যভ্রমণ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তার এ অর্জনে প্রেসক্লাব শালিখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সহসভাপতি জিআরএম তারিক, সহসভাপতি রমেশচন্দ্র সরকার , সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,সহ সম্পাদক সুব্রত বিশ্বাস, সাগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরাইরা, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম সহ প্রেসক্লাব শালিখার সকল সদস্য বৃন্দ ।