
নিজস্ব প্রতিবেদক # মুক্তবুলির প্রধান সম্পাদক, ভয়েস চট্টগ্রামের উপদেষ্টা সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগতের সহ-ব্যবস্হাপনা সম্পাদক, মাতৃজগত টিভির পরিচালক, দৈনিক অমৃতালোকের ফিচার এডিটর, ভোলারকণ্ঠের বিশেষ প্রতিনিধি, রেডটাইমস এর সিনিয়র রিপোর্টার, বজ্রকণ্ঠ ডটকমের গ্লোবাল করেসপন্ডেন্ট বহুমাত্রিক লেখক প্রভাষক কবি রিপন শান কে নিয়ে এক জমজমাট সাহিত্য আড্ডা উপহার দিয়েছে সময়ের সৃজনশীল সংগঠন শব্দকুঠি সাহিত্য অঙ্গন । ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত সন্ধ্যায় শব্দকুঠির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় জমজমাট এই অনুষ্ঠানে কবি রিপন শানের জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ঢাকা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গবেষক কবি রাশেদ চৌধুরী, ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি ডক্টর লিন্ডা আমিন, প্রজন্ম একাডেমির সভাপতি কথাসাহিত্যিক কালাম ফয়েজী, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের মহাসচিব ব্যারিস্টার কবি সাদিয়া আরমান, দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী । কবিতা পাঠে অংশগ্রহণ করেন- কবি চাষী আব্দুল হক, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি শেলি সেলিনা, কবি শান্তা ফারজানা, কবি আবদুল মান্নান, কবি দিপাশ আনোয়ার, কবি ইশরাত শিউলী , শিশুসাহিত্যিক শাহাবউদ্দিন শামীম সহ শব্দকুঠির একঝাঁক সদস্য কবিগণ । কবি রিপন শানের নদীর বুকে জীবন জ্বলে কাব্যগ্রন্থ থেকে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন কবির অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার সাদিয়া আরমান । শুভেচ্ছা নিবেদন করেন- মাধূর্য প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক প্রকাশক হাফেজ নুরুজ্জামান । নদীর বুকে জীবন জ্বলে, ফিনিক্স পাখির উড়াল, রত্নখচিত কুয়াশা এবং (প্রকাশিতব্য)- শিল্পের আলাপ, কবিতা-কলাপ, আট বেহেশতের সুবাস , অপার বিস্ময়, শানিত ত্রিনাট এর লেখক রিপন শান সম্পর্কে বক্তাগণ বলেন- শিল্প সংস্কৃতি ও সমাজকর্মের এক আত্মনিবেদিত প্রতিভার নাম রিপন শান । একসময় রাজধানীতে আলো ছড়িয়েছেন, এখন দ্বীপজেলা ভোলা তথা দক্ষিণ বাংলায় আলো ছড়াচ্ছেন । শব্দকুঠি সাহিত্য অঙ্গন নদীমাতৃক এই কবিকে সম্মানিত করে নিজেরাই সম্মানিত হলো । অনুষ্ঠানে আড্ডার মধ্যমণি কবি রিপন শানের হারিয়ে যাওয়া পরাণপাখি ১১ বছর বয়সী একমাত্র সন্তান খাদিজা রওশান রোদসীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় । আসরে দুই ধাপে কবি রিপন শান ভিন্ন ভিন্ন স্বাদের আটটি কবিতা পরিবেশন করেন। তাঁর গাওয়া গান দিয়ে শেষ হয় শব্দকুঠির ৭৭ তম বর্ণিল আসর ।