
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
“নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নাটোরের আনন্দ ভবনে। শনিবার (২৬ এপ্রিল) ১২টায় কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড, নাটোর জেলা আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে আইনগত সচেতনতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ওপর জোর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) এর পক্ষে পুলিশ পরিদর্শক স্বপন কুমার চৌধুরী । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা (লিগ্যাল এইড অফিসার) ও সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইসতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট মো. বাকি বিল্লাহ রশিদী।
সভাপতিত্ব করেন সংগঠনের নাটোর জেলা সভাপতি মো. আব্দুস শহীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওসমান গণি সোহাগ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল শেখ।
বক্তারা বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা। সমাজের প্রতিটি স্তরে এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করলেই টেকসই পরিবর্তন সম্ভব।”
আলোচনা সভা শেষে ঈদ পূণর্মিলনী উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়, যেখানে অতিথি ও অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের অনুষ্ঠান নারী ও শিশুদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পরবে।