বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৬ নং মির্জাবাড়ী ইউনিয়ন এর ফাজিলপুর গ্রামের আজাদ স্পোর্টিং ক্লাবের মাঠে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসনে (ধনবাড়ী-মধুপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ । মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার এর সভাপতিত্বে ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ । প্রীতি ফুটবল ম্যাচে গেচুয়া ফুটবল একাদশ এবং বেরিবাইদ ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন । আবু বকর সিদ্দিক এর সুরেলা কণ্ঠের ধারাভাষ্যে প্রীতি ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন এবং সহকারী রেফারি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান ও কৌরব সাহা । গেচুয়া ফুটবল একাদশ তিন গোল দিয়েছে এবং বেরিবাইদ ফুটবল একাদশ দুই গোল দিয়েছে । তিন/ দুই গোলে গেচুয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় ।