আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনী জনসভা শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে কলারোয়া উপজেলার
চন্দনপুর হাইস্কুল মাঠে নির্বাচনীয় জনসভায় বক্তব্য শেষ হতেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রকাশন বিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
তাৎক্ষণিক হাবিবুল ইসলাম হাবিব কে, চন্দনপুর জনসভা থেকে সাতক্ষীরা শহরের ব্লিস হসপিটালে ভর্তি করা হয়।
হাবিবুল ইসলাম হাবিব এর পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সকাল থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও চন্দনপুর জনসভায় মানুষের ঢল থাকায় গণমানুষের ভালোবাসার টানে অসুস্থ অবস্থায় তিনি চন্দ্রপুর জনসভায় যোগদান করেন।
নির্দিষ্ট সময়ে বক্তব্য প্রদান শেষেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।