
মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিবের নির্বাচনী পোস্টার পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সংঘটিত এসব ঘটনায় সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে টাঙানো পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে এবং ছিঁড়ে নষ্ট করে দেয়। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাধারণ ভোটাররা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িতদের কোনো লাভ হবে না। বরং এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিব বলেন,রাতের আঁধারে আমার নির্বাচনী পোস্টার ও ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন,বিষয়টি আমি শুনেছি এবং এর কিছু ছবি পেয়েছি, যা ওসিকে পাঠানো হয়েছে। তবে এখনো নির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।