মোঃ পারভেজ ঝিনাইদহ
আজ (২২ অক্টোবর ২০২৫) ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন, মাংসের বিশুদ্ধতা ও গুণগত মানসহ সার্বিক বিষয়গুলো মনিটরিং করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তিনটি মামলায় তিনজন ব্যবসায়ীকে মোট ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবিশুদ্ধ মাংসের অংশ বিনষ্ট করা হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জিননু রাইন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন এবং পুলিশের সদস্যরা সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম।