
মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) কালীগঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের নেতা এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নেতা রাশেদ খান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কোরআন খতম। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী নেতা। দেশের ক্রান্তিকালে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন। আমরা আজ তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি।”
রাশেদ খান বলেন,“মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ ও সংগ্রামে ভরপুর। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।”
দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে মাহফিলটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
শেষে উপস্থিত মুসল্লিরা মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।