মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে নলডাঙ্গা সরকারি ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আবু তালিব।
এ সময়ে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। জুলাই সদন বাস্তবায়ন করে আগামী ফেব্রয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্যার সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান, সহ-সেক্রেটারি শরিফুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক মতিয়ার রহমান, শিবিরের থানা শাখার সভাপতি ঈশা খাঁ সহ আরো অনেকে।