মোঃ মমিনুল ইসলাম। কাশিমপুর প্রতিনিধি গাজীপুর।
মৌচাক আর্মি টিমের টহল অভিযানে বিপুল সংখ্যক ইয়াবা সহ দুই মাদক কারবারি কে আটক করা হয়। টহল অভিযান পরিচালনা করেন মৌচাক আর্মি কর্মকর্তা মেজর ইব্রাহিম আব্দুল্লাহ।
তথ্য সূত্রে জানা যায়, কাশিমপুর থানার এনায়েতপুর এলাকায় ২৩/১১/২০২৫ রবিবার মধ্যরাতে সন্দেহজনক স্থানে তথ্যসূত্রের ভিত্তিতে মাদকচক্রের অবস্থান সনাক্ত হয়। অভিযানের সময় কাশিমপুরের ইয়াবা খ্যাত আরিফ হোসেন কসাইকে তার ডেরায় অভিযান কালে সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে আটক করা হয়।
সার্চ করার সময় তার কাছ থেকে প্রায় ছয় হাজারের মতো ইয়াবা উদ্ধার করা হয়।
আরেক তথ্য সূত্রে চৌকস টহল টিম রাজু আহমেদ নামে আরেক মাদক কারবারিকে ২ হাজারের অধিক ইয়াবাসহ
আটক করা হয়।
সেনাবাহিনীর বরাতে জানা যায়, মোট ৮৩০০ পিস ইয়াবা সহ রাজু এবং আরিফ কসাই নামে দুজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।