গাজীপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বুধবার দুপুরে কাশিমপুর জেলা কারাগার-২ এ গিয়ে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশের নিউজ ক্লাবের কাশিমপুর প্রতিনিধি কাজল ইব্রাহিম, সাংবাদিক এমডি শাহিনুর ইসলাম, মোঃ আজিজ প্রধানসহ আরও অনেকে।এর আগে সংগঠনের নেতৃবৃন্দ কাশিমপুর জেলা কারাগার-২ এর জেল সুপার মোঃ মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে সাংবাদিক শিহাব উদ্দিনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং তার প্রতি সংগঠনের পক্ষ থেকে নৈতিক সমর্থন ও সহানুভূতি জানানো হয়।শেষে আওরঙ্গজেব কামাল বলেন, “সাংবাদিক সমাজের একজন সদস্যের প্রতি অন্যায় আচরণ আমরা মেনে নিতে পারি না। আমরা সব সময় সাংবাদিকদের পাশে আছি এবং থাকব।”