বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
ঘোষনা
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টায় জালিয়াপাড়া খানকার ডেইল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজারে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ব্র্যাকের ‘PLEASE’ প্রকল্প পরিদর্শন করলেন বিএনপির উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার “পল্টন ট্র‍্যাজেডি দিবস-০৬” উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। ড.ইকবাল হোসাইন ভূঁইয়ার শোকবার্তা,মরহুমা আয়েশা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সামর্থের সবটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি, জনপ্রিয়তার ভিত্তিতেই মূল্যায়ন আশা করি — হাসান মামুন রাজধানীর পল্লবীতে কুখ্যাত ‘সফি গ্রুপ’-এর পতন! সফি হোসেনসহ ৫ ডাকাত গ্রেপ্তার ঝিনাইদহে মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬ ঝিনাইদহের কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম, দুই জনের অবস্থা আশংকা জনক গোদাগাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস লক্ষ্মীপুরে এনজিও দের অংশ গ্রহনে লিগ্যাল এইডের শীর্ষক সেমিনার। ব্রাহ্মণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ছায়ানীড়ের ভাষা কর্মশালা ও কর্নেল মোহাম্মদ হামিদুল হক মুক্ত পাঠাগার উদ্বোধন নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা বগুড়া শেরপুর উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুমধুম বিওপির অভিযানে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা ক্যাম্পেইন মনপুরা উপজেলা যুবদলের৪৭তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ভোলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার নির্দেশে কালের কণ্ঠ সাংবাদিকের ওপর হামলা

কুয়াকাটায় উদ্বোধনের আগেই সমুদ্রবিলীন পাঁচ কোটি টাকার মেরিন ড্রাইভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯৫ বার পঠিত

পটুয়াখালী কলাপাড়া প্রতিনিধি,, মোঃ রহিম শিকদার
সৌন্দর্যবর্ধন ও পর্যটকদের চলাচলের সুবিধার্থে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে হোটেল সি ভিউ থেকে ঝাউবন পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার রাস্তা নির্মাণ প্রকল্প এখন সমালোচনার মুখে। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৪ কোটি ৭৫ লাখ টাকা। তবে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে রাস্তার দুই-তৃতীয়াংশ ধসে পড়েছে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।কয়েকদিনের লঘুচাপের প্রভাবে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে সমুদ্রের ঢেউয়ে ভাঙনের তীব্রতা বেড়েছে। এই ভাঙনে মেরিন ড্রাইভ ও পাশের সবুজ বেষ্টনীর প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা পুরো এলাকাটিই যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আরও বড় ক্ষতির মুখে পড়বে।জানা গেছে, পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ তিন সহযোগী কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সদস্যসচিব ছগির মোল্লার মালিকানাধীন মেসার্স মোল্লা ট্রেডার্স, আরেক সহযোগী পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের মালিকানাধীন মেসার্স আবরার ট্রেডার্স ও সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কন্টেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালের মালিকানাধীন এস এম ট্রেডার্স স্বজনপ্রীতির মাধ্যমে কাজ পায় বলে একাধিক সূত্র জানিয়েছে।স্থানীয়রা অভিযোগ করেন, ইট ও বালু দিয়ে নিম্নমানের কাজ করেছে প্রতিষ্ঠানগুলো। অথচ পৌর মেয়রের ঘনিষ্ঠজন হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননি। ইতোমধ্যে প্রকল্পের বিপরীতে ১ কোটি ৫০ লাখ টাকার বিল তোলা হয়েছেঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বলছেন, পরিকল্পনাহীনভাবে গাইডওয়াল ছাড়া কাজ করায় রাস্তা ভেঙে পড়েছে।স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও পর্যটকদের চোখে এখন এ প্রকল্পটি ‘দৃষ্টান্তমূলক ব্যর্থতা’র প্রতীক। কোটি টাকার প্রকল্পে দায়িত্বহীনতা, স্বজনপ্রীতি ও পরিকল্পনার অভাব—সব মিলিয়ে প্রকৃত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছেন সকলে।স্থানীয় বাসিন্দা রাকিব বলেন, এত টাকা খরচ করে কাজ করা হয়েছে। অথচ উদ্বোধনের আগেই ভেঙে গেল।স্থানীয় মেহেদী বলেন, এটা আমাদের জন্য লজ্জার। প্রকল্পটি সঠিকভাবে পরিকল্পনা করলে আজ এই পরিস্থিতি হতো না।কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, গাইড ওয়াল ছাড়া এমন ঝুঁকিপূর্ণ এলাকায় রাস্তা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিকল্পনা ছাড়া সরকারের কোটি টাকার প্রকল্প এভাবে ধ্বংস হয়ে যাওয়া উদ্বেগজনক।এসএম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল বলেন, আমি সরাসরি কাজ করিনি, রুহুল আমিন নামে একজনকে সাব-কন্ট্রাকে দিয়েছিলাম। তবে রুহুল আমিনের ফোন নম্বর তিনি দিতে পারেননি। অন্য দুটি প্রতিষ্ঠানের মালিকদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী সুজন বলেন, তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট রুট ম্যাপ অনুযায়ী কাজ দেওয়া হয়। এরই মধ্যে তারা দেড় কোটি টাকা উত্তোলন করেছে। কাজ এখনো চলমান। অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে সাবেক মেয়র আনোয়ার হাওলাদার স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই কাজ দেওয়া হয়েছে।কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ৪ কোটি ৭৫ লাখ টাকার প্রজেক্ট, ইতোমধ্যেই ১ কোটি ৩০ লাখ টাকা বিল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করিয়ে নেওয়া হবে। ব্লক প্রটেকশন অথবা জিওব্যাগের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের পরামর্শ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991