মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে রবিবার (৩১ আগস্ট ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে সকল শিক্ষার্থীকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার মধ্যে নিজ নিজ আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।