তারান্নুম রিয়া মনি : হুমায়ুন কবির খানকে গাজীপুর–১ আসনে এমপি হিসেবে দেখতে চায় শ্রমিক সমাজ গাজীপুরের কোনাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন শ্রমিক দল ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় কোনাবাড়ী নতুন, বাজার আয়োজিত এই সমাবেশে শ্রমিক ও বিএনপির বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির খান। বক্তব্যে তিনি বলেন- দেশের শ্রমজীবী মানুষ আজ অবহেলিত। যারা ঘাম ঝরিয়ে এই দেশের অর্থনীতি সচল রাখে, তাদেরই অধিকার আজ কেড়ে নেওয়া হয়েছে। শ্রমিকরা আজও বঞ্চনার শিকার। এই অবস্থা পরিবর্তনে জনগণের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে আছে। আমরা বিশ্বাস করি—শ্রমিকের অধিকার রক্ষা না হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা—এটাই এখন সময়ের দাবি। গাজীপুরের প্রতিটি শ্রমিক আমার আপনজন। আমি রাজনীতি করি তাদের মুখের হাসি ফিরিয়ে দিতে। আমি চাই, গাজীপুরের শ্রমিক সমাজ নিরাপদ থাকুক, তাদের সন্তানরা শিক্ষিত হোক, এবং তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে।” সভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি মোঃ মিনার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর উদ্দিন, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মজনু ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক সরকার, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদৎ উদ্দিন হিমু।যুগ্ন আহ্বায়ক কোনাবাড়ি মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল, মানিক হোসেন নূর। বক্তারা বলেন, হুমায়ুন কবির খান দীর্ঘদিন ধরে গাজীপুরের শ্রমিক সমাজের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠন শক্তিশালীকরণে তাঁর ভূমিকা অনন্য। গাজীপুর-১ আসনের জনগণ এবার পরিবর্তন চায়। আমরা চাই হুমায়ুন কবির খান এমপি হয়ে শ্রমিকদের কণ্ঠস্বর সংসদে তুলুন।” সমাবেশে পরিবহন শ্রমিক, ট্রাক ও বাস মালিক সমিতির সদস্য, শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো সমাবেশস্থল জুড়ে “গণতন্ত্র মুক্তি পাক “শ্রমিকের অধিকার চাই”, এবং “হুমায়ুন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”— এমন স্লোগানে মুখর হয়ে ওঠে। শেষে হুমায়ুন কবির খান শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন— ভয় নয়, সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ থাকলে শ্রমিকরাই পরিবর্তনের শক্তি হবে। জনগণের ভোটই হবে আমাদের গণতন্ত্র ফেরানোর অস্ত্র।”