মো: হোসেন চৌধুরী : জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর ঃ
যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের তহবিল থেক এককালীন অনুদা প্রদান করা হয় লক্ষ্মীপুরের ৯ টি যুব সংগঠনের মাজে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, সহকারি উপরিচালক হারুনুর রশিদ, সহকারি উপপরিচালক সালাহ উদ্দিন,
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন যুব শক্তি হোক আগামী দেশ গড়ার কারিগর, লক্ষ্মীপুরের যুব সংগঠন গুলো আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বৃদ্ধি করবে এটাই সংগঠন গুলো হতে আমরা আশা রাখি, বেকারদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কাজে লিপ্ত রাখলে সন্ত্রাস, কিশোর গ্যাং থেকে মুক্ত হবে লক্ষ্মীপুর জেলা। উন্নত হবে সমজ ও দেশ । এচাড়াও বক্তব্য রাখেন জামশে আলম রানা উপজেলা নির্বাহী অফিসার।
যুবউন্নয়ন এর উপপরিচালক হুমায়ুন কবির বলেন বিভিন্ন যুব সংগঠন গুলো কার্যক্রম চলমান রাখার জন্য যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের তহবিল থেক এই অনুদান প্রদান করা হচ্ছে, এই অনুদান পেয়ে সংগঠন গুলো বিভিন্ন আয়বর্ধক কর্মসূচী আরো জোরদার করবে বলে আমার বিশ্বাস, উন্নত হবে দেশ জাতি, চাহিত প্রকল্পের উপর এককালিন অনুদান বরাদ্দ করেছে সরকার। এর মধ্যে রয়েছে শেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থান, পল্ট্রি খামার, কম্পিউটার ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ, মোবাইল মেরামত প্রশিক্ষণ, হস্তশিল্প, ক্রিড়া ও বিভিন্ন উপকরন ক্রয়, লক্ষ্মীপুরে মোট ৯ টি যুব সংগঠন এর মাঝে অনুদান বরাদ্দের মধ্যে পঞ্চাশ হাজার টাকা করে ৮ টি সংগঠন ও পঁচাত্তর হাজার টাকা ১ টি সংগঠকে এককালীন অনুদানের চেক প্রদান করা হয়।সংগঠন গুলোর মধ্যে ছিলো ভয়েচ, সোস্যাল এন্ড হেলথ ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন সেডো সংস্থা, তারুন্যের উচ্ছাস, বিকানন্দ যুব সংঘ, , সংসপ্ত যুব সংগঠন, রিলায়েন্স যুব সংঘ, জয়িতা নারী যুব সংগঠন।
সংগঠন গুলোর সভাপতি ও সাধারন সম্পাদক এর উপস্থিতিতে, হাতে চেক তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার ।