সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। ঈদ মুসলিম উম্মাহর জন্য এক অপার আনন্দের দিন, যা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা বহন করে।
এক শুভেচ্ছা বার্তায় বার্নার্ড সরকার বলেন, “ঈদুল ফিতর কেবল আনন্দের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের জীবনে আসে এই খুশির দিন। তাই আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে, ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।”
তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা জরুরি। ঈদুল ফিতর আমাদের সেই শিক্ষা দেয় যে, সকলের সঙ্গে সমানভাবে ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।”
বার্নার্ড সরকার
দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মাতৃ জগত পত্রিকা সবসময় সত্য ও ন্যায়ের হপথে থেকে সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। আমরা আশা করি, ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে নতুন আশা, উদ্দীপনা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”
মাতৃজগত পরিবার দেশবাসীর জন্য ঈদের এই আনন্দময় দিনটি যেন শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় পরিপূর্ণ হয় সেই প্রার্থনা জানায়।
“ঈদ মোবারক!”