
ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
“৯০ দশক থেকে সারাদেশে উন্নয়নের মাধ্যমে বিএনপি একটি জনপ্রিয় দল। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একক মনোবল ও দূরদর্শিতার কারণেই দলটি আজও দেশের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য।” এমন মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এবং ২০১৮ সালে ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
আজ (৭ ডিসেম্বর ২০২৫) বিকেলে মিরপুরের ৭ নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সাজু আরও বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি সম্মান, ভালোবাসা ও দেশপ্রেমের প্রতীক। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন সহ্য করেও তিনি সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। দেশ ও মানুষের উন্নয়নে আজও তার মতো নেতৃত্বের প্রয়োজন আছে। তিনি জাতীয় ঐক্যের প্রতীক।”
দীর্ঘদিন ধরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল মোশাররফ মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা লুৎফর রহমান। অনুষ্ঠানটিতে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।