
শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিভিন্ন শোক কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শোক বইতে স্বাক্ষর, পবিত্র কোরআন তেলাওয়াত, কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করে গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয় এবং উপস্থিত নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক আপসহীন নেত্রী। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, নানা রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেগম খালেদা জিয়া দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তিনি কখনো আপস করেননি অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে। তাঁর সাহস, ত্যাগ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল।”
সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, “এই শোকের সময়ে আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।”
নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ জেলা বিএনপি আগামী দিনগুলোতেও দোয়া মাহফিল ও অন্যান্য শোক কর্মসূচি পালন করবে। একই সঙ্গে তাঁরা শোকাহত নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রাজনৈতিক অবদান ও সংগ্রামের ইতিহাস জাতির স্মৃতিতে চিরদিন অম্লান হয়ে থাকবে।