মোঃ আলমগীর হোসেন রিপোর্টার :
নারায়ণগঞ্জে দেশমাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের একটি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, “দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপোষহীন নেতৃত্বের কারণে বেগম জিয়া আজও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক।
গণতন্ত্র রক্ষার পথে তিনি সবসময় প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন সাহসিকতার সঙ্গে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ত্যাগী নেতা, বিশিষ্ট দলিল লেখক ও আমিন— জনাব মো. ইকবাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং সভাপতি, ২নং ওয়ার্ড যুবদল।
দোয়া পরিচালনার আগে তিনি বলেন, “ইনশাআল্লাহ দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে সকল আশঙ্কা দূর করবেন। আমরা তাঁর জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানাই।”
পরে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।
দোয়া বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরাও অংশ নেন।