দেবিদ্বার প্রতিনিধি:
দেবিদ্বার উপজেলার কুরুইন ৩নং ওয়ার্ড ও মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেবিদ্বার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম দৌলতের সভাপতিত্বে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রেজভী-উল আহসান মুন্সি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভী-উল আহসান মুন্সি বলেন, “গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই সরকারের উচিত জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”
সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম দৌলত বলেন, “দীর্ঘ ১৭ বছর পর শান্তিপূর্ণভাবে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষের সেবা করতে পেরেছি এবং এগিয়ে যাচ্ছি।”
তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী নির্বাচনে দেবিদ্বার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম খোকন সভাপতি মোহনপুর ইউনিয়ন বিএনপি মোঃ জালাল আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল। মোঃ কাদের। জহিরুল ইসলাম সহ দেবিদ্বার ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।