নিজস্ব প্রতিবেদক
তারিখ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অন্যতম শীর্ষ নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তাঁর আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনজুড়ে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাদাকাহ, পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।
এ কর্মসূচির উদ্যোগ নেন চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ। তাঁর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে বৃহৎ আকারে ধর্মীয় অনুষ্ঠান ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন এবং ফরিদগঞ্জ দক্ষিণ ১৪নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সমন্বয়ে প্রায় শতাধিক স্থানে ধারাবাহিকভাবে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিটি স্থানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠানস্থলগুলোতে দেখা গেছে ভক্তি, শ্রদ্ধা ও উদ্বেগমেশানো এক বিশেষ আবহ। নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও দেশনেত্রীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করেন।
দিনের শুরুতে হাফেজ ও ছাত্রদের নিয়ে পবিত্র কোরআন তিলাওয়াত ও খতম অনুষ্ঠিত হয়। প্রতিটি জায়গায় এতিম ও দুস্থদের মাঝে সাদাকাহ হিসেবে খাবার, শুকনো রেশন সামগ্রী এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এই সাদাকাহ ও দোয়া মাহফিলে শিশু-কিশোর হাফেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় এবং দেশনেত্রীর রোগমুক্তি কামনায় সমবেতভাবে দোয়া করে।
প্রতিটি দোয়া-মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতা শুধু দলের নয়, গণতন্ত্রকামী জাতির প্রত্যাশা। আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”
নেতারা আরও বলেন— “বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার অসুস্থতার খবর শুনে সারাদেশের মানুষ উদ্বিগ্ন। জনগণ আজ দোয়া করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিন—এ প্রত্যাশা সবার।”
বিশেষ মোনাজাত দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাতে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ দীর্ঘায়ু, শারীরিক অবস্থার উন্নতি কামনা করা হয়।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাজনৈতিক স্থিতিশীলতা জাতির শান্তি–সমৃদ্ধি জনগণের কল্যাণ —এসব বিষয়েও দোয়া করা হয়।
অনেক জায়গায় আলেম-ওলামারা কুরআন-হাদিসের আলোকে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার গুরুত্ব তুলে ধরেন।