খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় আমরান নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ছাত্র সমাজ। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় পরিবার, বন্ধু ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা যায়, রোদেলা নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল আমরান। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং মানসিক অস্থিরতার কারণে হতাশ হয়ে আমরান এমন মর্মান্তিক পথ বেছে নেয়। আজ রবিবার সকালে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা রোদেলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রোদেলা একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করে বিভিন্ন সময় টাকা-পয়সা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। তাদের দাবি, এর আগেও অনেক শিক্ষার্থী প্রতারিত হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রোদেলার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবে। আমরানের অকাল মৃত্যুতে বন্ধু মহলসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।