খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৬ অক্টোবর) তারা গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল খান (৪০)
ঘটনা সূত্রে জানা যায় গত ২৯ সেপ্টেম্বর উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন গ্রামের কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪) কে ইলিশ মাছ চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ ওঠে ইউপি সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতির বিরুদ্ধে। ওই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি জাতীয় পত্রিকাগুলোতেও প্রকাশিত হয়।
ঘটনার পর নির্যাতিত কিশোর আবদুল্লাহর নানা শাহজাহান সরদার বাদী হয়ে ২ অক্টোবর রাতে গলাচিপা থানায় শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত ইমরান বয়াতিকে গ্রেফতার করে এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।
এদিকে পলাতক থাকা ইউপি সদস্য হাসান সরদার ও তার সহযোগী হেলাল খান আদালতে আত্মসমর্পণ করলেও বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
ঘটনার প্রতিবাদে রোববার (৫ অক্টোবর) এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ইউপি সদস্য হাসান সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, শিশুদের ওপর এমন নির্যাতন অমানবিক ও বর্বরতার শামিল। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।