খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় গলাচিপা পৌর মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মঞ্চে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর মো. শাহ আলম মিয়া। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর দাবি জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোট সত্যিকার অর্থে প্রতিফলিত হবে, এককভাবে কোনো দল ক্ষমতা দখল করতে পারবে না এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”
এ সময় বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। এজন্য জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন, গণহত্যা ও দুর্নীতি দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এগুলোর সঠিক বিচার দৃশ্যমান না হলে জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। পাশাপাশি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানানো হয়।
সমাবেশে জামায়াতের বরিশাল টিম সদস্য ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম, গলাচিপা শাখার সাবেক আমির অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খানসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা একযোগে বলেন, “গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য পিআর পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই।”