খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার পটুয়াখালীর গলাচিপায় প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় গলাচিপা উপজেলা অডিটরিয়ামের হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এবং উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. ফোরকান কবির। সঞ্চালনা করেন যুব অধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক হোসেন তাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের মাধ্যমে শুধু পরিবার নয়, গোটা সমাজ ও দেশ উপকৃত হয়। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করা অত্যন্ত জরুরি।” সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. ফোরকান কবির বলেন, “যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে শিক্ষার মান উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যারা জিপিএ-৫ পেয়েছে, তারা যেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখে—এটাই আমাদের প্রত্যাশা।” পরে প্রধান অতিথি ও সভাপতি মেধাবী ৩২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।