খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা ও গলাচিপা-দশমিনা আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুন গলাচিপা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি গলাচিপা পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে গলাচিপা কালিবাড়ী মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় উৎসব শুধু একটি ধর্মের জন্য নয়, এটি পুরো সমাজের জন্য আনন্দের বার্তা বয়ে আনে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই মানুষ। আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করতে হবে। সমাজে বিভেদ নয়, ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। এ বার্তা ছড়িয়ে দিতে হবে আগামী প্রজন্মের কাছে।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কঠোর নজর রাখতে হবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে গলাচিপার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
এ সময় গলাচিপা কালিবাড়ী মন্দিরের সভাপতি দিলিপ বনিক বক্তব্যে বলেন, হাসান মামুন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি মানবিক গুণাবলীর অধিকারী একজন ভালো মানুষ। এলাকায় সাধারণ মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি সবসময় জনগণের পাশে থাকেন। আজ তিনি পূজামণ্ডপে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন—এটি আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়।
মন্দিরের সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, আমরা চাই সব রাজনৈতিক নেতারা এভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। হাসান মামুন সবসময় সমাজে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহাবস্থানের কথা বলেন। তার মধ্যে আমরা বিভেদ নয়, ঐক্যের প্রতিচ্ছবি দেখি। তিনি সত্যিকার অর্থেই এলাকার মানুষের আস্থাভাজন।
পরিদর্শনকালে পূজামণ্ডপে ভক্তবৃন্দ হাসান মামুনের সাথে কুশল বিনিময় করেন এবং তার বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। গলাচিপার পূজামণ্ডপগুলোতে সেদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।