খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ ফরম বিতরণ কর্মসূচীর উদ্বোধন এবং দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে একটি বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার সময় গলাচিপা উপজেলা পৌর মঞ্চে সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের হয়। র্যালিটি আরও প্রাণবন্ত করার জন্য এতে উপস্থিত ছিল ব্যান্ড দল, এবং র্যালির প্রথম অংশে ঘোড়ার পিঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, দলীয় সাংগঠনিক নেতা তারেক রহমান এবং হাসান মামুন এর প্রতিকী ছবি প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পায়। সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. জাকির হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এবিএম মুকুল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নজরুল ইসলাম এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। প্রধান অতিথি হাসান মামুন তার বক্তব্যে বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। দেশের মানুষকে সংগঠিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সদস্য নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মসূচীর মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।” উদ্বোধক জাকির হোসেন নান্নু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সর্বদা গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। সদস্য নবায়ন কর্মসূচীর মাধ্যমে আগামী দিনের আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানাই। এটি আমাদের দলের শক্তি বৃদ্ধি করবে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করবে।” বিশেষ অতিথি এবিএম মুকুল বলেন, “বিএনপি দেশের মানুষের হৃদয়ের দল। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য আজকের এই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে দলের শক্তি বৃদ্ধি করা হবে।” সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা বলেন, “গলাচিপার মানুষ বিএনপির শক্ত ঘাঁটি। অতীতে যেমন দলকে এগিয়ে নিয়েছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত ও কার্যকর করা সম্ভব।” অনুষ্ঠানে আরও বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আন্দোলন-সংগ্রামে ঐক্য বজায় রাখা এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সবুজসহ পৌর এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সমাবেশের শেষে নতুন সদস্যদের ফরম বিতরণ করা হয় এবং দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের সব কার্যক্রম সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।