খন্দকার জলিল, পটুয়াখালী জেলা ব্যুরো প্রধান
পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় গলাচিপা পৌর মঞ্চে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বিশাল আনন্দ মিছিল গলাচিপা পৌর মঞ্চ থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মঞ্চে এসে শেষ হয়। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভার সূচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার মো. মশিউর রহমান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এই সংগঠনের নেতাকর্মীরা আজও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। তিনি বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ সমাজের প্রেরণার কেন্দ্র। দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান ও মো. জসিম উদ্দিন খান। তারা বলেন, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। তাই দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু আশিষ কুমার সাহা এবং যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু। এ সময় গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।