খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইমাম, খতিব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে ১১৩ পটুয়াখালী-৩ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান।
সভায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা, ভোটাধিকার প্রয়োগে মানুষকে উদ্বুদ্ধ করা এবং নির্বাচনকালীন দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে ধর্মীয় ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মাধ্যমে সাধারন মানুষের মাঝে সঠিক বার্তা পৌছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর ফিল্ড সুপারভাইজার মো. সিরাজুল ইসলামসহ উপস্থিত ইমাম, খতিব ও শিক্ষক-শিক্ষিকারা নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ভোটারদের নির্ভয়ে ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।