
খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান। গত ২১ আগস্ট বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য হলে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবদুর রহমান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন। প্রসঙ্গত, বকুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এ কারণে প্রশাসক নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়। স্থানীয় সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ায় ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও জনসেবার কার্যক্রম স্বচ্ছভাবে এগিয়ে যাবে। তাঁরা আশা প্রকাশ করেছেন, ইউনিয়নের বিভিন্ন অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে এবং জনসাধারণ তাদের প্রাপ্য সেবা সহজে পাবে।