প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে টিসিবির ডিলারের বিরুদ্ধে কার্ড ছাড়া পণ্য বিতরণের অভিযোগ উঠেছে।

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে টিসিবির ডিলারের বিরুদ্ধে কার্ড ছাড়া পণ্য বিতরণের অভিযোগ উঠেছে। এবিষয়ে ছয়জন ইউনিয়ন পরিষদ সদস্য সোমবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।দামোদরপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ বলেন, ইউনিয়নের টিসিবি ডিলার মাহামুদুল হাসান প্রতিমাসে একদিন ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করেন। কিন্তু প্রতি মাসেই তিনি তার নিজস্ব লোকজনকে কার্ড ছাড়াই মালামাল দিয়ে থাকেন বলে অভিযোগ আসছিল।
এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা কয়েকজন ইউপি সদস্য বিষয়টি নজরদাড়ি করে সত্যতা পাই। গতকাল রবিবার মাল বিতরণের সময় কার্ড ছাড়া মাল বিতরণে চারটি ঘটনা আমরা দেখতে পেয়ে বাধা দেই। কিন্তু তাতে ডিলার ক্ষিপ্ত হয়ে আমাদের ধাক্কা দিয়ে সড়িয়ে দিয়ে বলেন মাল বিতরণের দায়িত্ব আমার এখানে আপনাদের কিছু করার নাই।
তখন আমরা দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মো. খাইরুল ইসলামকে জানালে তিনিও বিষয়টি নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ না করে পণ্য বিতরণ কাজ চালিয়ে যান।এ বিষয়ে জানতে চাইলে ডিলার মাহামুদুল হাসান বলেন, কার্ড ছাড়া আমি মালামাল বিতরণ করি না। বরং ইউপি সদস্য আব্দুল লতিফ কার্ড ছাড়া মাল নিতে চান। তাকে মাল না দেয়ায় তিনি সাজানো অভিযোগ করেছেন। ট্যাগ অফিসার মো. খাইরুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে মালামাল বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 Matrijagat. All rights reserved.