
গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ রোস্তম আলী (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রোস্তম আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের হেছার উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, রোববার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরশহরের ৪নং ওয়ার্ডের পূর্ব বাইপাস মোড়স্থ সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করার সময় রোস্তম আলীকে গ্রেফতার করে। এসময় তার ব্যাগে থাকা আড়াই কেজি গাঁজা জব্দ করা হয় ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ বলেন, ‘এঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’