২০/০৩/২০২৩ তারিখ ১৪:৩০ ঘটিকায় পলাশবাড়ী থানার এস আই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রংপুর টু ঢাকাগামী মহাসড়কে, -বগুড়াগামী যাত্রীবাহী বাস সুরমা পরিবহন এর ভিতর ছদ্মবেশী যাত্রী ধৃত আসামি (১) মোঃ আব্দুর রহমান (৪৯) পিতা- মৃত -আহমদ আলী , সাং -চর খড়িয়া থানা ও জেলা- লালমনিরহাট এর হেফাজতে থাকা লাল পলিথিনে মোড়ানো সোনালী রংয়ের কসটেপ দ্বারা প্যাচানো অবস্থায় পলিথিনসহ সর্বমোট ২(দুই) কেজি গাঁজা উদ্ধার করেন। একই তারিখে ১৫:৩০ ঘটিকায় এস আই(নিঃ) মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ রংপুর টু ঢাকাগামী মহাসড়কে -বগুড়াগামী যাত্রীবাহী বাস পথের সাথী পরিবহন এর ভিতর ছদ্মবেশী যাত্রী ধৃত আসামি (১)আপেল মাহমুদ(২২)পিতা-আজিমুল হক সাং-ফকিরপাড়া (নয়াটারি) থানা-ফুলবাড়ি জেলা-কুড়িগ্রাম এর হেফাজতে থাকা লাল পলিথিনে মোড়ানো সোনালী রংয়ের কসটেপ দ্বারা প্যাচানো অবস্থায় ১(এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা গ্রহণের ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।