বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ ধোবাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু… ৩১ দফা বাস্তবায়িত হলে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হবে: আবু সাঈদ চাঁদ জলঢাকাবাসীর ভালবাসায় সিক্ত বিএনপি নেতা কমেট চৌধুরী রংপুরে পূজা উদযাপন পরিষদের পুনর্মিলনী সনাতন ধর্মাবলম্বীদের পাশে সবসময় থাকবো — সামসুজ্জামান সামু মনপুরার মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ চাই ও মটকা জব্দ ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হলে সব সমস্যার সমাধান হবে — লায়ন হারুনুর রশিদ সাভারে অসহায় নারী ও তার শিশু কন্যাকে ভরণ-পোষণ ও অনুদান প্রদান আনোয়ারা চাতুরী চৌমুহনীতে পুলিশ ও ট্রাফিক প্রশাসনের যৌথ উদ্যােগে যানজট মুক্ত অভিযান পরিচালিত। রূপনগরে পুলিশের ‘অ্যাকশন’! ওসি মোরশেদ ও এসি জাহিদ-এর জালে কুখ্যাত শয়তানের নিঃশ্বাস তানিয়া আটক আখাউড়ায় সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত: আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির দিকনির্দেশনা আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার: দুই মাদক কারবারী গ্রেফতার চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান এ ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার। বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পুর্ব শত্রুতার জের ধরে আল আমিন গং কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় মিলনের একটি পা বিছিন্ন। 

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩০০ বার পঠিত

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিলন।

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়াছয়ঘড়িয়ায় পুর্ব শত্রুতার জের ধরে কয়াছয়ঘড়িয়ার বেজীরভিটা গ্রামের মৃত সাহেব উদ্দিন ওরফে হেসকারুর পুত্র আল আমিন গং কর্তৃক

মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারপিট এর অভিযোগ উঠেছে। এতে করে বিবাদী মিজানুর রহমান এর ভাই মিলন মিয়া গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে অপরাধীদের বিচারের দাবীতে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

গাইবান্ধা সদর থানার এজাহার সূত্রে জানা গেছে- গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়াছয়ঘড়িয়ার মৃত সাহেব উদ্দিন ওরফে হেসকারুর পুত্র আল আমিন দের সাথে কয়াছয়ঘড়িয়ার মমতাজ আলী সরকার এর পুত্র মো: মিজানুর রহমান দের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও শত্রুতার জের ধরে বাদী মিজানুর রহমানকে খুন জখম করার ভয় ভীতি প্রদর্শন করে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৬ই আগষ্ট ২২ ইং তারিখ বিকালে বাদী মিজানুর রহমান এর ছোটো ভাই মিলন মিয়া রিক্সায় শহরে আসার পথে পুলবন্দি বাজারের দক্ষিন পাশে জনৈক শহিদুল ইসলাম এর মনোহারী ও চায়ের দোকানের সামনে কয়া ছয়ঘড়িয়াগামী পাকা রাস্তার উপর পৌছামাত্র আগে থেকে অবস্থানরত আল আমিন সহ মামলার অন্য বিবাদীরা পথরোধ করে তাকে রিক্সা থেকে টানা হেচড়া করে রিক্সা থেমে নামিয়ে লাঠি, ছোরা, লোহার রড, লোহার শাবল, বেকী সহ ধারালো অস্ত্র দিয়ে মিলন এর বুকে, পিঠে, মাথায়, দুইহাত, পা সহ শরীরের বিভিন্ন স্থান সহ এলোপাথারিভাবে মারপিট করে ডান পায়ের উরুতে স্বজোরে চোট মেরে মাংস, রড, হাড় কেটে রক্তাক্ত জখম করে। এছাড়াও খাইরুল হক দুলু, কামাল ও আজাদ মিয়া লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করলে মিলন পড়ে গেলে অন্য বিবাদী রিমন মিলন এর বুকের উপর উঠে বসে হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে শ্বাসরোধ করার চেষ্টায় গলা চেপে ধরলে প্রান বাচার চেষ্টায় রিমন কে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেকে রক্ষা করে এবং কামাল মিয়া মিলনকে পিছন থেকে জাপটে ধরলে আজাদ মিয়া মিলন এর পকেট থেকে ৫০হাজার টাকা বের করে নেয়। পরে মিলন এর চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে তার অবস্থার অবনতির কারনে রংপুর মেডিকেলে ভর্তি করে। সেখানেও অবস্থার অবনতি দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে মিলনের শরীরে একটা পা কেটে ফেলা হয়।

উক্ত বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেছে মিজানুর মিয়া। যার মামলা নং- ১৯৬০ পেনালকোড এর ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/৫০৬/১১৪। তারিখ: ১৯ আগষ্ট ২২ ইং।

বাদী মিজানুর এ জন্য অপরাধীদের গ্রেফতার চেয়ে কঠিন শাস্তির দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991