প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৩, ১২:৩৯ পি.এম
গাইবান্ধা সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠছে।

গাইবান্ধা সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু দমনে মামলা করেছেন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। এর আগে, গত সোমবার বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দুই প্রতিবেশী শিশুটিকে ধর্ষণ করে। ভুক্তভোগী চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী। বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেছে। জানালে মারধর ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Matrijagat. All rights reserved.