নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়াতে গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ভাটোপাড়ায় সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর পূর্বভাটোপাড়া জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে হরিশংকরপুর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ভাটোপাড়ায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন রাকিব, রাজিব, সিফাত, জীবন, সাদিকুল, মিন্টু, রিপন, রিজভী, তাজেল, মোহন, সেন্টু, মসজিদের ইমামসহ এলাকার সর্বস্তরের জনগণ। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানান।
এছাড়া, ঢাকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও সাধারণ জনগণ ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন। তারা ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন ।
সারা দেশে বিভিন্ন স্থানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।