প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৮:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৩, ১০:২৯ পি.এম
গাজীপুরেটানা ৫৩ বছর ইমামতির পর রাজকীয় বিদায় ইমামকে

হাফেজ মোহাম্মদ হাসান সাহেব, ১৯৭০ সাল থেকে দীর্ঘ ৫৩ বছর ধরে গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করার পর বার্ধক্যজনিত কারণে অবসরে যাওয়াকে কেন্দ্র করে, শনিবার বিকেল ৩টায়, গোসিংগা মধ্য বাজারে, গোসিংগাবাসীর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ মোহাম্মদ হাসান সাহেবের বিদায়কালে অশ্রুশিক্ত হয় ঐ মসজিদের মুসল্লীরা। গত শুক্রবার ছিলো তার কর্মজীবনের ইমামতির শেষ জুমা। হাজার হাজার ছাত্র গড়ার কারিগর হুজুর মোহাম্মদ হাসান সাহেবকে রাজকীয় অভ্যর্থনা দেয়ার লক্ষে, গোসিংগা বাজার হতে মোটরসাইকেল এবং গাড়ি বহর নিয়ে তারা তার নিজ বাড়ী থেকে হুজুরকে মসজিদ প্রাঙ্গনে নিয়ে আসেন হাজারও মুসল্লী আর ভক্তরা। এসময় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃসামসুলআলম প্রধান ,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পীর মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যক্ষ দেওনা মাদরাসা, বিশেষ মেহমান আল্লামা আশেকে মোস্তফা সাহেব,মোহতামিম লতিফপুর মাদরাসা, হযরত মওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন সাহেব,মোহতামিম কর্ণপুর মাদরাসা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব, ছাইদুর রহমান শাহীন মোড়ল। সার্বিক সঞ্চালনায় ছিলেন গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম। শুভেচ্ছান্তে ছিলেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াড মেম্বার ইসমাইল হোসেন মোড়ল। এসময় গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন মোড়ল এর নেতৃত্বে রাজকীয় অভ্যর্থনা মাওলানা হাসান সাহেব কে বরন করেন গোসিংগাবাসী। দেশ- বিদেশে থাকা হুজুরের অসংখ্য ছাএছাএীদের ভালোবাসা ও এলাকাবাসীর সহযোগিতায় বিদায় কালে হাফেজ মোহাম্মদ হাসান সাহেবকে সম্মানী হিসেব প্রায় ১০ লক্ষ টাকা প্রদান করেন।
Copyright © 2025 Matrijagat. All rights reserved.