কাজিম উদ্দিন ভূঁইয়া শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধ।
গাজীপুরের শ্রীপুরের বরমী বাজারের খেয়া ঘাটের তীরে শীতলক্ষা নদীতে বালু উত্তোলনের ট্রেজার বাসানো দৃশ্যটির দৃশ্যমান হয়েছে জনগণের কাছে। গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী একটি নদী শীতলক্ষ্যা। বিগত দিনে এই শীতলক্ষা নদীতে ট্রেজার বসিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের যুগ সাজেসে বালু উত্তোলন করা হয়েছে বিধায় এতে করে নদী পরিবেশ বান্ধব অনেক ক্ষতি সাধিত হয়েছে। তাই প্রশাসনের ও নদী বাধ রক্ষা প্রতি আবেদন জরুরী নদীর সৌন্দর্য ও পরিবেশ বান্ধব রক্ষা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।